কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


[১] করোনা রোধে ব্যবহার্য ২৩ পণ্য আমদানিতে শর্তসাপেক্ষে সকল কর ছাড় সুবিধা

পণ্যগুলোর মধ্যে রয়েছে, করোনা টেস্টসামগ্রী ইমিউনোলোজিক্যাল রিঅ্যাকশনস, পলিমেজার চেইন (পিসিআর) রিঅ্যাকশন, নিউক্লিক এসিড টেস্ট, আইসো প্রোফাইল অ্যালকোহল, প্রোটেকটিভ গার্মেন্টস মেড ফর্ম প্লাস্টি শিটিং, প্লাস্টিক ফেস শিলড, মেডিক্যাল প্রোটেকটিভ গিয়ার, প্রোটেকটিভ গার্মেন্টস ফর সার্জিক্যাল বা মেডিক্যাল ইউজ ও ফুল বডি ওভেন স্যুট ইমপ্রেগনেটেড উইথ প্লাস্টিক। সোমবার (১৮ মে) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আরো জানানো হয়, এসকল পণ্য আমদানিতে আগামী ৩০ জনু পর্যন্ত আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর ও আয়কর প্রদানে অব্যাহতি দেয়া হয়েছে।শর্তসমুহে বলা হয়, কিছু পণ্য আমদানিতে প্রতিষ্ঠানকে আবশ্যকভাবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ইনস্ট্রুমেন্ট ম্যানুফেকচারার হতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন